ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের ২৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

করোনাভাইরাসের কারণে জীবন রক্ষার্থে দেশের সকল জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। এর ফলে নিম্নআয়ের শ্রমজীবি এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনাভাইরাসজনিত কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ হ্রাসের কবল থেকে দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়ন পরিষদে ১হাজার টাকা করে ২৫০টি পরিবারকে নগদ সরকারী অনুদান হাতে তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন: