দক্ষিণ সুরমার দাউদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম রন দেবনাথ (৬০)। তিনি দাউদপুরের মৃত রসিক দেবনাথের ছেলে।

শনিবার ( ১৭ জুলাই ) দুপুর সোয়া ২টার দিকে নিজের ক্ষেতে গোবর দেয়ার সময় বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে হাত দিয়ে তুলতে যান। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোয়া ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

তারা জানিয়েছেন- আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসপি ওবাইন।

শেয়ার করুন: