শেইড ট্রাস্টকে আব্দুল আজিজ মাসুকের অক্সিজেন সিলিণ্ডার প্রদান

সিলেট হেলথ এডুকেশন এণ্ড ডেভেলপমেণ্ট ট্রাস্ট (শেইড)’র উদ্যোগে বালাগঞ্জের দেওয়ান বাজারে চলমান ফ্রি অক্সিজেন এবং ফ্রি এ্যাম্বুলেন্স সেবা সার্ভিস কর্মসূচি বাস্তবায়নে নতুন করে আরও ২টি অক্সিজেন সিলিণ্ডার প্রদান করেছেন শেইড ট্রাস্টের সহ-সভাপতি, সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক।

গত মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে স্থানীয় মোরারবাজারে শেইড ট্রাস্টের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এ ২টি সিলিণ্ডার হস্তান্তর করা হয়েছে। অক্সিজেন সিলিণ্ডার হস্তান্তরকালে আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, শেইড ট্রাস্টের দেওয়ান বাজার শাখার সমন্বয়ক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, শেইড ট্রাস্টের দেওয়ানবাজার শাখার সহকারী সমন্বয়ক মাওলানা আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলাপকালে শেইড ট্রাস্টের দেওয়ান বাজার শাখার সমন্বয়ক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক জানান, বর্তমান দুর্যোগময় সময়ে করোনাআক্রান্ত, অসুস্থদের বাড়ি বাড়ি ফ্রি অক্সিজেন সেবার পাশাপাশি জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে গত ০৩ আগস্ট থেকে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসসহ শেইড ট্রাস্টের পক্ষ থেকে আঞ্চলিক পর্যায়ে এ মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমে ৩টি সিলিণ্ডার দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে আমাদের হাতে থাকা ৬টি সিলিণ্ডার দিয়ে কার্যক্রম চলছে। এরমধ্যে আব্দুল আজিজ মাসুক আমাদের এলাকাবাসীর সেবায় তার ব্যক্তিগত পক্ষ থেকে নতুন করে ২টি সিলিণ্ডার প্রদান করেছেন। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজনের পক্ষ থেকে আমাদের ১টি অক্সিজেন সিলিণ্ডার প্রদান করেছেন।

তিনি জানান, শেইড ট্রাস্টের দেওয়ান বাজার শাখার পক্ষ থেকে ইতোমধ্যে ৯জন রোগীকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি ২জনকে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়েছে। এরপর মধ্যে একজন করোনাভাইরাস আক্রান্ত মৃতকে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।

শেয়ার করুন: