ইংল্যাণ্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয় ভারতের

লড়াই চলতে চলতে সোমবার শেষ দিনে ম্যাচ কখনো ইংল্যান্ডের দিকে হেলেছে, আবার ঝুঁকেছে ভারতের দিকে। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে ভারতই অবিশ্বাস্য জয় তুলে নিলো লর্ডস টেস্টে। প্রথম টেস্ট ড্র ও দ্বিতীয় টেস্টে এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।

সেদিন জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। চা বিরতির আগেই জমে ওঠে নাটক। ৬৭ রানে ইংল্যান্ডের ৪ উইকেট ফেলে চায়ের স্বাদটা ভালোই পেয়েছিলেন ভারতের বোলাররা। আগের ইনিংসে সেঞ্চুরি করা জো রুট তখনো ৩৩ রানে অপরাজিত।

শেষ সেশনের খেলা শুরুর পর প্রথম ওভারেই রুটকে (৩৩) তুলে নেন যশপ্রীত বুমরা। ৬৭ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ড তখন শুধু ধুঁকছে। ব্যাটসম্যান বলতে শুধু জশ বাটলার ও মঈন আলী। ব্যক্তিগত ২ রানে বাটলার স্লিপে বিরাট কোহলির কাছে ‘জীবন’ না পেলে ম্যাচটা আরও আগেই শেষ করতে পারতেন ভারতের বোলাররা।

দিনের খেলার প্রায় ৮ ওভার বাকি থাকতে ৯৬ বলে ২৫ রান তুলে ম্যাচটা ড্রয়ের পথে নিয়ে যাচ্ছিলেন বাটলার। কিন্তু মোহাম্মদ সিরাজ ইংল্যাণ্ডের সেই ড্রয়ে বাঁধা হয়ে দাঁড়ান। এক ওভারেই বাটলার ও এগারোতম ব্যাটসম্যান জিমি অ্যান্ডারসনকে তুলে নিয়ে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে দেন সিরাজ। ইংল্যান্ড শেষ ৩ উইকেট হারায় কোনো রান না তুলেই! এর মধ্যে ১ উইকেট বুমরার, বাকি ২টি সিরাজের।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৪ উইকেট নেওয়া সিরাজ অসাধারণ বোলিং করেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২০ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৫ উইকেটে ৯০ থেকে ১২০ রানে অলআউট হওয়ার পথে মোট ৫ উইকেট হারায় ইংল্যান্ড। এর মধ্যে ৪ উইকেটই সিরাজের।

ষষ্ট উইকেটে মঈন ও বাটলারের ৯৩ বলে ২৫ রানের জমাট জুটি ভেঙেছেন মঈনকে (১৩) তুলে নিয়ে। পরের বলে স্যাম কারেনকেও ফিরিয়ে ম্যাচের পাল্লা ভারতের দিকে নিয়ে আসেন সিরাজ।

এরপরও বাটলার শেষ একটা চেষ্টা করেছেন দাঁত কামড়ে লড়াই করে। কিন্তু ৫২তম ওভারেও ২ উইকেট নিয়ে (বাটলার ও অ্যান্ডারসন) সিরাজ বলতে গেলে একাই জিতিয়েছেন ভারতকে। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিলেন এই পেসার।

তবে এই টেস্টে ম্যাচ সেরার পুরস্কার জেতেছেন প্রথম ইনিংসে কঠিন কন্ডিশনে দারুণ এক সেঞ্চুরি উপহার দেওয়া লোকেশ রাহুল।

আগামী ২৫ অগাস্ট লিডসে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩৬৪

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৯১

ভারত ২য় ইনিংস: ১০৯.৩ ওভারে ২৯৮/৮ ইনিংস ঘোষণা (পান্ত ২২, ইশান্ত ১৬, শামি ৫৬*, বুমরাহ ৩৪*; অ্যান্ডারসন ২৫.৩-৬-৫৩-০, রবিনসন ১৭-৬-৪৫-২, উড ১৮-৪-৫১-৩, কারান ১৮-৩-৪২-১, মইন ২৬-১-৮৪-২, রুট ৫-০-৯-০)।

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৭২) ৫১.৫ ওভারে ১২০ (বার্নস ০, সিবলি ০, হামিদ ৯, রুট ৩৩, বেয়ারস্টো ২, বাটলার ২৫, মইন ১৩, কারান ০, রবিনসন ৯, উড ০*, অ্যান্ডারসন ০; বুমরাহ ১৫-৩-৩৩-৩, শামি ১০-৫-১৩-১, জাদেজা ৬-৩-৫-০, সিরাজ ১০.৫-৩-৩২-৪, ইশান্ত ১০-৩-১৩-২)।

ফল: ভারত ১৫১ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: লোকেশ রাহুল।

শেয়ার করুন: