কচুয়াবহর যুব সংঘের উদ্দ্যোগে করােনা আক্রান্ত রােগীর জন্য অক্সিজেন সেবা

ফেঞ্চগঞ্জে কচুয়াবহর যুব সংঘের উদ্দ্যোগে করােনাভাইরাসে আক্রান্ত রােগীর জন্য বিনা মূল্যে জরুরী অক্সিজেন সেবা কমিটি গঠন করা হয়।

কচুয়াবহর যুব সংঘের আহবায়ক নুরুল হােসেন খােকন ও সদস্য সচিব শাহরিয়া নাজিম সহ আঠারো সদস্য কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে আছেন দেওয়ান ফাহিম, মিজানুর রহমান, মিজান রাহেল খান, হােসাইন ফরহাদ, নাইম চৌধুরী, শেখ জুমাদ, রিফাত আহমদ, মাছুম মিয়া -১, মাছুম মিয়া -২, শফিউল আলম, জাকির হােসেন, শেখ মাহাদুল হক, দেবপ্রিয় দেব শুভ, সামাদুল ইসলাম শায়েখ, দেওয়ান রাকাদ, রাশেদ চৌধুরী।

শেয়ার করুন: