হাবিবুর রহমান হাবিবের বিজয়ে বালাগঞ্জে তাৎক্ষণিক আনন্দ মিছিল

শনিবার (০৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ৩টি উপজেলার ১শ ৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি ৯০হাজার ৬৪ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪হাজার ৭শ ৫২ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী মটরগাড়ী (কার) পেয়েছেন ৫হাজার ১শ ৩৫ভোট এবং অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ৬শ ৪০ভোট।

দলীয় সূত্রে জানা গেছে, বালাগঞ্জে বিশাল ব্যবধানে জয়লাভের পর আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা দিয়েছে। দীর্ঘ প্রায় ৩মাসব্যাপী নির্বাচনী প্রচার-প্রচারণার মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের পর এ বিজয়ে বালাগঞ্জের সর্বত্র নেতাকর্মীরা আনন্দিত, উল্লসিত।
এদিকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা মার্কার বিজয়ের পর আওয়ামী লীগের উল্লসিত নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। শনিবার (০৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ভোটগণনা শেষে বিকালে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে তাৎক্ষণিক এ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. দুদু মিয়া, আশরাফ আলী খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সাইস্তা মিয়া, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল শাহাদাত রুকন, ইসলাম উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদ সুহেল আহমদ, আওয়ামী লীগের সালেহ আহমদ, ইউনুছ আলী, আকমল হোসেন, বেলাল আহমদ, জমির আলী, সুবোধ চন্দ্র মালাকার, এটিএম জুনেদ, কৃষক লীগ নেতা সফিক মিয়া, যুবলীগের নেতা মুজিবুর রহমান, আলমগীর হোসেন পভেল, সিরাজুল ইসলাম, ধন মিয়া, আব্দুল তাহিদ জাকির, লেবর মিয়া, সুজন মিয়া, আব্দুল আহাদ, জুবের আহমদ, জাহাঙ্গীর হোসেন, মামুন আহমদ, কামাল আহমদ, ছাত্রলীগের নেতা ইমরান আহমদ, সামাদ হোসেন, জামিল আহমদ, কামিল আহমদ, মুরাদ আহমদ, রুমেল আহমদ, মিনহাজুর রহমান রাফি, কয়েছ আহমদ, হাসান আহমদ, কামরুল ইসলাম, সায়েম আহমদ, আব্দুল্লাহ আল আমিন, আবু বকর, সুজন আহমদ, হুমায়ুন আহমদ, রামিম আহমদ, হাসান আহমদ অনিক প্রমুখ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন: