রূপালী ব্যাংক লিমিটেড সুলতানপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপালী ব্যাংক লিমিটেড সুলতানপুর শাখা সিলেট এর পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

গত ৩১ আগস্ট বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ আঙ্গিনায় বৃক্ষ রোপণের মধ্যদিয়ে উক্ত কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন – দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, রূপালী ব্যাংক লিমিটেড সুলতানপুর শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান, ব্যাংকের অন্যতম গ্রাহক গোলাম সাহেদ চৌধুরী, আজমল হোসেন প্রমুখ।

শেয়ার করুন: