বালাগঞ্জে ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ এর উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান খলকু।

ব্র্যাক-মাইগ্রেশন প্রকল্পের সিলেট জেলা সমন্বয়কারী রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইউপি সচিব কৈলেন্দ্র কুমার দাস, ইউপি সদস্য নুরুল ইসলাম পুতুল, মাহবুবুর রহমান, শিব্বির আহমদ, হাবিবুর রহমান।

এসময় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, ইউনিয়নের উদ্যোক্তা মো. সালাউদ্দিন, ব্র‍্যাকের বালাগঞ্জ অফিসে কর্মরত স্বপ্না বেগম, ব্যবসায়ী তানভীর হাসান, জসিম উদ্দিন ও বিদেশফেরত লোকজন, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্থরের লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে উপস্থিত বিদেশফেরত লোকজন ও অন্যান্যদের মাঝে অভিবাসন বিষয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

শেয়ার করুন: