প্রতিষ্ঠাতার জন্মদিনে আব্দুল মতিন একাডেমিতে দোয়া মাহফিল

বালাগঞ্জ উপজেলার গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা, নর্থইস্ট বালাগঞ্জ কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল মতিন মাখনের ৬৬তম জন্মদিন উপলক্ষে গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে শনিবার (১১ সেপ্টেম্বর) একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা।

একাডেমির শিক্ষার্থী মারজানা আফরিন সাজেদা ও শাহ তাহমিনা’র উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – নর্থইস্ট বালাগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, প্রভাষক মাহবুবুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, একাডেমির দাতা সদস্য আব্দুল মানিক, আব্দুল খালিক, হাফিজ আব্দুল জলিল, একাডেমি পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবের আহমদ, সহকারী শিক্ষক ইব্রাহিম ফরহাদ, মো. শাহিন, ওমর হোসেন জামিল, ফারজানা ইয়াছমিন, ফাতেমা বেগম, রুনি প্রমুখ। সবশেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুসলেহ উদ্দীন।

শেয়ার করুন: