মানিকের কথা সুরে ফজলুর রহমান বাবুর গান

গানের নাম ফেসবুক ফড়িং। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওপর মানুষের একচ্ছত্র নির্ভরতা এবং জীবনের গভীর অর্থকে রূপক হিসেবে তুলে ধরে নির্মিত হয়েছে গানটি। কথাগুলো এরকম- মানুষ একটা ফেসবুক ফড়িং মন রে/ডাটা থাকলে থাকলে করা যায় সং/ডাটা না থাকলে বাফারিং… মানুষ একটা ফেসবুক ফড়িং। আমিরুল মোমেনীন মানিকের লেখা ও সুরে গানটি গেয়েছেন ফজলুর রহমান বাবু। গানটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, দীর্ঘদিন পর অন্যরকম একটি গান গাইলাম। বর্তমান সময় ও ট্রেন্ডকে ধারণ করে মানুষের জীবনের নিগূঢ় রহস্য এখানে সহজভাবে তুলে ধরা হয়েছে। গানের শেষাংশে মানিক নিজেই উপস্থিত হয়েছেন স্বকণ্ঠে। সংগীত পরিচালনায় ছিলেন এস কে সমীর।

ইতিমধ্যে গানটির একটি ভিডিও নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ সিরাজী। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেল মানিক মিউজিকে।

শেয়ার করুন: