চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসায় সম্প্রসারিত কক্ষের ভিত্তিস্থাপন

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি আননূর মহিলা মাদ্রাসায় সম্প্রসারিত ১টি কক্ষ নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের প্রয়াত মো. ফজলুল হক শিকদার এবং প্রয়াত মোছা. ময়না বিবি স্মরণে তাদের পরিবারের পক্ষ থেকে এ কক্ষ নির্মাণ করে দেয়া হচ্ছে। গত বুধবার (০৯ নভেম্বর) সকালে এ ভিত্তিস্থাপন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা আজিজুর রহমান ইসলামাবাদী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গোয়ালা বাজার আদর্শ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, চাম্পারকান্দি আননূর মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মাদ্রাসার আজীবন দাতা সদস্য শিরমান উদ্দীন, উপদেষ্টা সদস্য মনু মিয়া, বিশিষ্ট সমাজকর্মী জহিরুল হক শিকদার, ফয়েজ আহমদ, সৈয়দ মোস্তাক আহমদ, আব্দুস সালাম, লোকমান মিয়া, আনা মিয়া, আহমদ আমীন, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, মাদরাসার মুহতামীম মাওলানা আতিকুর রহমান, নায়েবে মুহতামীম মাওলানা আব্দুল জলিল, শিক্ষাসচিব মাওলানা আবু বকর জাহেদ প্রমুখ।

শেয়ার করুন: