কাজী মঞ্জুর কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত

ওসমানীনগর উপজেলার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা মঞ্জুর আহমদ আঞ্চলিক ভাষা ও বাঙালি সংস্কৃতি জাতীয় পরিষদের পক্ষ থেকে প্রদানকৃত ২০২১ সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

উল্লেখ্য, কাজী মঞ্জুর আহমদ মীরপুরী ইতোপূর্বে মানবাধিকার জোট ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউণ্ডেশনের পক্ষ থেকে ‘মানবাধিকার সম্মাননা-২০১৯’ পদক লাভ করেছেন।

শেয়ার করুন: