বালাগঞ্জের জেসমিন সাদ জুনিয়র হাইস্কুলের পাঠদান উদ্বোধন

যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামে নবপ্রতিষ্ঠিত জেসমিন সাদ জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, কবি মোহাম্মদ সা’দ মিয়া বলেছেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আজকের শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে হবে। তিনি সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেসমিন সাদ জুনিয়র হাইস্কুলের প্রথম পাঠদান উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেছেন। আধুনিক এবং মানসম্পন্ন পড়ালেখার অঙ্গীকার নিয়ে প্রবাসী উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পাঠদান উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী বেলাল আহমদ।

জেসমিন সাদ জুনিয়র হাইস্কুলের শিক্ষক সাহেদ আহমদের পরিচালনায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী পরিচালক, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, মাদারবাজার এফইউ সিনিয়র আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুর রউফ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খন্দকার সালেহ আহমদ, প্রাইম একাডেমির সাবেক প্রিন্সিপাল মো. আব্দুর রহমান, শিক্ষানুরাগী মো. আব্দুল মালিক, অভিভাবক মো. আব্দুল কুদ্দুস, ফারুক আহমদ, হীরা মিয়া, মাওলানা আলী আহমদ, লাল মিয়া, জালাল আহমদ, মো. আনহার মিয়া প্রমুখ।

শেয়ার করুন: