গোয়ালাবাজারে আব্দুল কুদ্দুছ শেখ-এর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রাথী আব্দুল কুদ্দুছ শেখ এর মোটর সাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ শেখ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ দিন আমাদের পরিবারের প্রতিষ্টিত শেখ পরিবার কল্যাণ ট্রাস্ট-এর মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করছি। তেরহাতি গ্রামে একটি প্রাইমারি স্কুল ও মসজিদ নির্মাণ করে দিয়েছি। আমি বিগত দু’টি নির্বাচনে অংশ গ্রহণ করেছি। প্রথমবার আমার বিজয় ছিনতাই করা হয়েছে। আমাকে একটিবার আপনারা ভোট ভিক্ষা দেন। আমি বিজয়ী হলে ইনসাফ মত এলাকার উন্নয়নে কাজ করবো।

শুক্রবার (১৪ জানুয়ারি) উপজেলার তেরহাতি নামক স্থানে প্রবীন মুরব্বী জিয়াউল হক চৌধুরীর সভাপতিত্বে ও শেখ মানশার সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন – চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ শেখ, জেলা পরিষদের স্থানীয় সদস্য আশিক মিয়া, আব্দুল কুদ্দুছ শেখ এর স্ত্রী রুকিয়া সুলতানা শেখ, মৌলুদ আহমদ, শেখ সোনাফর আলী লাকি, শওকত আলী, আলা উদ্দিন, মিনার আলী, সমাজ সেবক আব্দুল সালাম শেখ,মিনার আলী, প্রবাসী আবুল কালাম শেখ,আব্দুল হক, যুবলীগ নেতা আব্দুস শাহিদ শেখ,আনার মিয়া,ধলা মিয়া, কামরান বক্স, শেখ মঈনুদ্দিন, মতিউর রহমান,শেখ জাহাঙ্গীর, সাবেল আহমদ, লাল মিয়া, মাসুম বক্স, আব্দুল মন্নান,সেলিম আহমদ ম্বোর, লেখন মিয়া প্রমুখ।

শেয়ার করুন: