প্রবাসী সুলতানপুর উন্নয়ন পরিষদের অনুদান প্রদান

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের প্রবাসীদের সংগঠন ‘প্রবাসী সুলতানপুর উন্নয়ন পরিষদ’-এর পক্ষ থেকে ০৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়নের জনৈক অস্বচ্ছল বিধবা মায়ের মেয়ের বিবাহ উপলক্ষে এ অনুদান প্রদান করা হয়।

বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রবাসী সুলতানপুর উন্নয়ন পরিষদ’র কর্মকর্তা প্রবাসী কয়েছ আহমেদ, মাসুম আহমেদ, জাহিদ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী শেখ আবুল কালাম, হাফিজ জুনেদ আহমদ, আব্দুর রহিম, হাফিজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন: