পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের অস্বচ্ছল, সুবিধাবঞ্চিতদের মধ্যে ২শ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। তাহির আলী এন্ড আদিয়ান আরিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মো. সাইফুদ্দিনের অর্থায়নে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
স্থানীয় দত্তপুরে শুক্রবার (২২ এপ্রিল) বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক মো. মানিক মিয়া।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ দফতর সম্পাদক এমদাদুর রহমান জাকিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা শামীম আহমদ, তাহির আলী এন্ড আদিয়ান আরিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি মো. ফখরুদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন দত্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন।