রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীলঙ্কার অর্থনীতিকে ‘ভাঙা’ বলে অভিহিত করলেন নতুন প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। ছবি: ইন্টারনেট

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী তাঁর দেশের  অর্থনীতিকে ‘ভাঙা’ বলে অভিহিত করেছেন। তবে তিনি বলেছেন, শ্রীলঙ্কানদের প্রতি আমার বার্তা হলো- ধৈর্য ধরুন, আমি জিনিসগুলো ফিরিয়ে নিয়ে আসব।

সঙ্কট নিরসনের আশায় বিরোধীদল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ৭৩ বছর বয়সী রনিল বিক্রমাসিংহে আরো বলেছেন, তিনি নিশ্চিত করতে চান যে- পরিবারগুলো দিনে তিন বেলা খাবার পাবে।

আরো আর্থিক সাহায্যের জন্য বিশ্বের কাছে আবেদন জানিয়ে রনিল বলেছেন, ক্ষুধার সঙ্কট থাকবে না। আমরা খাবার খুঁজে পাব।

এই মুহূর্তে দেশটি জ্বালানি ঘাটতি এবং খাদ্যের দাম বৃদ্ধির সম্মুখীন হয়েছে। শ্রীলঙ্কানরা তিন বেলার খাবারে হ্রাস টানতেও বাধ্য হচ্ছে। সঙ্কট নিরসনে সরকারের পদক্ষেপ পছন্দ না হওয়ায় সহিংস বিক্ষোভ হচ্ছে।

সূত্র: বিবিসি।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!