রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ডা. দুলালের খাদ্যসামগ্রী বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প



আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বন্যার্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৪ জুলাই) উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ খাদ্যসামগ্রী ও বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন – সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ আলী খান, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল জানিয়েছেন, তার ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট-৩ আসন সহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে। দেশের যেকোন দুর্যোগ-দূর্বিপাকে সবার আগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীগণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়ান। এবারের বন্যাও তা প্রমাণ করলো।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!