বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য লোকন মিয়ার ব্যক্তিগত পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) দুপুরে দেওয়ানবাজার ইউনিয়নের স্থানীয় খাঁপুর গ্রামস্থ তাঁর নিজবাড়ীতে এলাকার শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে লোকন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার, মাননীয় এমপি হাবিবুর রহমান হাবিব , সম্মানিত প্রবাসীবৃন্দ, প্রশাসনসহ বিভিন্ন সংগঠন বানভাসি মানুষদের সহায়তায় অবিরাম কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে চলতি বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান শুরু হয়েছে।
আজ আপনারা আমার এই সামান্য উপহারটুকু পেয়ে যে খুশি হয়েছেন তাতে আমি মুগ্ধ এবং আনন্দিত। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই এবং আপনাদের কাছে দোয়া চাই! অতীতের মতো আগামীতেও যেন আরও বেশিকরে আপনাদের সেবা করতে পারি।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ও লোকন মিয়ার ভাই এনাম মিয়া, ভাজিতি সিস্টার অব সিলেটের প্রতিষ্ঠাতা তাসনীম বেগম, আওয়ামী লীগ নেতা সোরাব আলী, শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, উপহার দাতা পরিবারের সদস্য হাফিজ আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম, নাইম আহমদ, রায়ান আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মছরুর প্রমূখ।



