কুরআনের বাণী: আশ-শূরা

অত্যাচারীদের জন্য কঠোর শাস্তি

ইরশাদ হয়েছে, ‘কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যারা মানুষের ওপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। ’ (আয়াত : ৪২)

ক্ষমা মহত্ত্বের গুণ

ইরশাদ হয়েছে, ‘অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, তা তো দৃঢ়সংকল্পের কাজ। ’

(আয়াত : ৪৩)

কিয়ামতের দিন পাপীরা অপমানিত হবে

ইরশাদ হয়েছে, ‘তুমি তাদের দেখতে পাবে যে তাদের জাহান্নামের সম্মুখে উপস্থিত করা হচ্ছে; তারা অপমানিত অবস্থায় অর্ধনিমীলিত চোখে তাকিয়ে আছে।  (আয়াত : ৪৫)

নিজের ও পরিবারের ক্ষতি কোরো না

ইরশাদ হয়েছে, ‘…মুমিনরা কিয়ামতের দিন বলবে, ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজ পরিজনবর্গের ক্ষতিসাধন করেছে।

জেনে রেখো, অবিশ্বাসীরা অবশ্যই ভোগ করবে স্থায়ী শাস্তি। ’ (আয়াত : ৪৫)

মৃত্যুর আগেই আল্লাহমুখী হও

ইরশাদ হয়েছে, ‘তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও আল্লাহর পক্ষ থেকে সেই দিন আসার আগেই, যা অপ্রতিরোধ্য; যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের জন্য তা নিরোধ করার কেউ থাকবে না। ’ (আয়াত : ৪৭)

শেয়ার করুন: