এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের সম্মাননা পেলেন শাহনূর চৌধুরী

এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের সম্মাননা এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২২ পেলেন শাহনূর চৌধুরী।  সমাজ সেবা ও ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান ও নেতৃত্বের জন্য তিনি এই অ্যাওয়ার্ড পান। স্কটল্যান্ডের এডিনবারায় শেরাটন গ্রান্ট হোটেলে গত মঙ্গলবার (১ নভেম্বর) – জ্যাকি বেইলী এমএসপি, ফয়সল চৌধুরী এমএসপি,  এসিএফ চেয়ারম্যান ইয়াওর খান ও বিবিসি সংবাদ পাঠিকা অ্যান ডেভিসসহ বিপুল সংখ্যক গুণীজনের উপস্থিতিতে তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শাহনূর চৌধুরীর মূল শিকড় সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে। শাহনূর চৌধুরী ১৯৮২ সালে বিলেতে পাড়ি জমান এবং স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। দেশে থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর (মন্ত্রী থাকাকালীন সময় ১৯৭৩ সালে) অ্যাসিসট্যাণ্ট প্রাইভেট সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

বিলেতে তিনি সিটি কাউন্সিল অ্যাডিনবরা, ইউকে মিনিস্ট্রি অব জাস্টিস এবং ইউকে হোম অফিস এর একজন যোগ্যতাসম্পন্ন বাংলা অনুবাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি চার্টাড ইন্সটিটিউট অব লিনগুইস্ট লণ্ডনের সদস্য এবং ফেলো।

শাহনূর চৌধুরী নিজের কর্মজীবনের পাশাপাশি দেশ-বিদেশের রাজনৈতিক সংগঠনের একনিষ্ঠ কর্মী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ সাধনমূলক কাজে নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে পছন্দ করেন।

তিনি ফাণ্ডরাইজিং ফর রোহিঙ্গা, সিডর, ফ্ল্যাড ডিজাস্টার অ্যাপিল, শ্রীলঙ্কা আর্থকোয়েক অ্যাপিল – এমন অনেক চ্যারিটি অ্যাপিলের সাথে সম্পৃক্ত থেকে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ দেশবিদেশের মানুষের সেবা করে যাচ্ছেন। একজন রোটারিয়ান হিসেবেও সিলেট রোটারি ক্লাবের বিভিন্ন জনকল্যাণমূলক প্রজেক্টে দীর্ঘদিন যাবৎ তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্টাতা দাতা সদস্য।

বর্তমানে তিনি – ক্রেইগমিলার কমিউনিটি কাউন্সিল অ্যাডিনবরার একজন নির্বাচিত কমিউনিটি কাউন্সিলর, এশিয়ান ওল্ড পিপল’স ফোরাম স্কটল্যাণ্ড এর বোর্ড সদস্য, যুক্তরাজ্য লেবার পার্টির মেম্বার, বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যাণ্ড এর সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ স্কটল্যাণ্ড শাখার সিনিয়র সহসভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ স্কটল্যাণ্ড এর সভাপতি।  তিনি আওয়ামী লীগ এর ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা শাখার প্রতিষ্টাকালীন সদস্য। তাছাড়া তিনি যুক্তরাজ্য গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সমিতি অ্যাডিনবরার সাবেক সাধারণ সম্পাদক ও লথিয়ান র্যাসিয়াল  ইকুয়ালিটি কাউন্সিল অ্যাডিনবরার বাংলাদেশী হিসেবে প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক।

 

 

শেয়ার করুন: