মোঃ মতিউর রহমান

আনিসুল আলম নাহিদ: এক কর্মতৎপর ও উদ্যমী তরুণ

লেখক-সম্পাদক, সংগঠক ও সমাজ সেবক আনিসুল আলম নাহিদের জন্ম ২০০১ সালে সিলেটে। হাই স্কুলে পড়াকালীন সময় থেকে সে লেখালেখি ও প্রকাশনার সাথে জড়িত। শিকড় সন্ধানী প্রকাশনা ‘আনোয়ারা’য় সহযোগী সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে লেখালেখি ও প্রকাশনা জগতে তার যাত্রা শুরু। অনেকদিন থেকে আনিসুল আলম নাহিদ আনোয়ারা ফাউন্ডেশন ও রাজীব স্মৃতি গ্রন্থাগারের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়ে একজন সফল সংগঠকে পরিণত হয়েছে। ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনলাইন ও মুদ্রিত অনেকগুলো পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। কম্পিউটার প্রকৌশলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আনিসুল আলম নাহিদের সম্পাদনায় প্রকাশিত হয়েছে আনোয়ারা’য় উদ্ধৃত প্রাজ্ঞবচন; কৃষি বিষয়ক ছোট কাগজ “চাষাবাদ” এবং অনলাইন দৈনিক স্বপ্নীল সিলেট। এ ছাড়া তার সম্পাদনায় ২০২৩ সালের ০১ জানুয়ারি থেকে প্রকাশিত হচ্ছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক অনলাইন প্রকাশনা “কৃষি আলো”। উল্লেখ্য, কৃষি ও কৃষকের কল্যাণ প্রত্যাশার পাশাপাশি কৃষি আলো’র মুখ্য উদ্দেশ্য বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তায় ভূমিকা রাখা।

গ্রন্থাগার আন্দোলন ও কৃষি আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত আনিসুল আলম নাহিদ ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ বোর্ডের অধীনে উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেছে। এছাড়া সাংবাদিকতা ও আলোক চিত্রের উপর রয়েছে তার একাধিক প্রশিক্ষণ। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে ডিএইচএমএস ডিগ্রীধারী আনিসুল আলম নাহিদের হোমিওপ্যাথি বিষয়ক অনেকগুলো লেখা মাসিক হোমিও চেতনায়ও প্রকাশিত হয়েছে। তার নিজের লেখা ও সম্পাদিত বেশ ক’টি বই প্রকাশের প্রস্তুতি চলছে। কর্মতৎপর আনিসুল আলম নাহিদের শখের মধ্যে উল্লেখযোগ্য হলো সাহিত্য চর্চা, ভ্রমণ ও ফটোগ্রাফি।

শেয়ার করুন: