মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির কমিটি গঠন

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই সোসাইটির ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ০১ জানুয়ারি এ কমিটি প্রকাশ করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ উপদেষ্টা ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সিএসই সোসাইটির সভাপতি মাহফুজুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক দায়িত্ব পালন করবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এবং পৃষ্ঠপোষক মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।উপদেষ্টা হিসেবে রয়েছেন সিএসই সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজুল হাসান। এছাড়া ছাত্র উপদেষ্ঠা হিসেবে আছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দেব।

এছাড়া নবগঠিত কমিটিতে নূর মোহাম্মদ মারজানকে সহসভাপতি ও মো. মনসুরুজ্জমান শেখ ইমনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন – যুগ্মসাধারণ সম্পাদক হাদিউন নাহিয়ান চৌধুরী, নাজিফা তাসনিম চৌধুরী, আব্দুলাহ আমিন চৌধুরী; সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল ইসলাম, তানভীর শাহরিয়ার, চৌধুরী লাবিব ইয়াসির; ছাত্র বিষয়ক সম্পাদক শিল্পা দাস, হুমায়রা খান; এসিএম সমন্বয় ও ডিজাইন সম্পাদক মো. সোহাইল আলম শান্ত, তাজবিন জাহান, এম জেড এফ রাব্বি; প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশিন আভা, আনিসুল আলম নাহিদ; দপ্তর সম্পাদক ফরহাতুন্নেছা ফাইজা, মামুন আহমেদ; খেলাধুলা বিষয়ক সম্পাদক নাইম হোসেন আব্দুলাহ, আহাদ বিন জামান জীবন, রিয়াদ চৌধুরী; সাংস্কৃতিক সম্পাদক আদ্রিজা সেনাপতি মৌ, অগ্নিলা রায় প্রমি, অর্ণব চৌধুরী।

কার্যনির্বাহী সদস্যরা হলেন – আব্দুলাহ আল হাদি মাহদি, সাফায়েত হোসেন তালুকদার আরমান, জুবায়ের আহমেদ, জেসমিন আক্তার, সানজিদা মাইশান, তৌহিদ ইমরোজ মামুন, নাজমুস সাকিব আল মাহদি, কাজী তানজিনা আক্তার হ্রদিকা, হাজিফা জুই, সুতফা দে, নুসরাত জাহান ঐশি, মো. রাহাত নূর, রাজ কমল দেব, মাহবুব রশীদ মাহিন, সেীরভ তাপাদার ও সুলতানুল আরেফিন ইমন।

শেয়ার করুন: