বালাগঞ্জে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গল শোভাযাত্রা শেষে পরিষদ হলরুমে পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউএনও রোজিনা আক্তার -এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার জুয়েল আহমদ -এর সঞ্চালনায় আলোচনায় অংশনেন সহকারী কমিশনার (ভূমি) সুুমাইয়া ফেরদৌস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর চন্দ্র দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন রাব্বী আল মাহবুব ও গীতা পাঠ করেন দোলন ভৌমিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – ওসি তদন্ত মোঃ ফয়েজ আহমদ, এজিএম আব্দুর রশীদ প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী, ডাঃ জাকারিয়া আহমদ, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক রাজীব সরদার, শিক্ষক সাইফুল আলম, আবুল কাশেম আকন্দ, আলী আমজদ ভুইয়া, ভৈরব দেবনাথ, সমাজকর্মী টিপু সুলতান, সিএ সিরাজুল ইসলাম, জুলফিকার আলী, জাকারিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা। যেমন খুশী তেমন সাজো, রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।