ব্রাহ্মণবাড়িয়ায় নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্ক কিল-ঘুষিতে ১জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুম্মার নামাজে কাতারে আগে-পিছে দাঁড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তর্ক কিল-ঘুষিতে একজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় নিহত এই ব্যক্তির নাম সিজল মিয়া (৪৮)। শুক্রবার (৫ মে) দুপুরে জুম্মার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে এই ঘটনা ঘটে। নিহত সিজল মিয়া ওই এলাকার মরহুম মমতাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার জুম্মার নামাজের সময় কাতারে দাঁড়ানো নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে তাদের মধ্যে হাতাহাতি হয়।

একপর্যায়ে তর্ক  কিল-ঘুষিতে সিজল মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে পরিবারের লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিজল মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার সংবাদ মাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন: