অটোরিক্সা শ্রমিক জোট জনকল্যাণ বাজার শাখার নির্বাচন অনুষ্ঠিত

সিলেট জেলা অটোটেম্পু/ অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজি. নং চট্ট: ২০৯৭)’র বালাগঞ্জ উপজেলার জনকল্যাণ বাজার উপ-পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদের মধ্যে ২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্য ৫টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৫জন বিজয়ী হয়েছেন। ২টি পদের নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে বিজয়ী হয়েছেন শাহ আলম। তিনি পেয়েছেন ৭২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সুলেমান আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ৪৬ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রজাপতি প্রতীকে বিজয়ী হয়েছেন মো. নাসির উদ্দিন। তিনি পেয়েছেন ৬৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. মোস্তফা মিয়া আপেল প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. ইউছুফ আলী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. নাজির আহমদ, কোষাধ্যক্ষ মো. নাজিম উদ্দিন এবং সদস্য মো. রাশেদ আহমদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সিলেট জেলা শাখার কার্যকরি সভাপতি দিলওয়ার হোসেন, সহ-সভাপতি শানুর মিয়া, সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমদ, কোষাধ্যক্ষ আনোয়ার মিয়া, সদস্য সবুজ মিয়া, ময়নুল ইসলাম। নির্বাচনে ১শ ২২জন ভোটারের মধ্যে ১শ ১৯জন ভোট প্রয়োগ করেছেন।

নির্বাচনকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক, সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ, আওয়ামী লীগ নেতা শিরমান উদ্দিন, চুনু মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সিলেট জেলা অটোটেম্পু/ অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজি. নং চট্ট: ২০৯৭)’র জনকল্যাণ বাজার শাখার সাবেক সভাপতি শামসুল ইসলাম ইরন মেম্বার, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) গহরপুর শাখার সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আমির আলী, ইউপি সদস্য ইনা বেগম, শামীম আহমদ, তারা মিয়া, আশিকুর রহমান আশিক, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, সমাজকর্মী ফয়ছল আহমদ, মিজানুর রহমান মির্জা, সাইফুল ইসলাম লয়লু, আদিল আহমদ রিমন, আফজল হোসেন দারা, জামিল আহমদ, শ্রমিক নেতা মুমিন মিয়া, শানুর মিয়া, আলী মিয়া প্রমুখ।

শেয়ার করুন: