বালাগঞ্জে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হকের লিফলেট বিতরণ ও পথসভা

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আগামী ৯জুলাই সিলেটে অনুষ্ঠিতব্য “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” সফলে বালাগঞ্জে লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৫ জুলাই) বিকালে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হকের উদ্যোগে বালাগঞ্জের দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিকালে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার, দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজার এবং সন্ধ্যায় জনকল্যাণ বাজারে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমানের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, বালাগঞ্জ উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান শাহীন, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাহিদুল হক সোহেল, উপজেলা বিএনপি সহসভাপতি আমিরুল ইসলাম রুবেল, বালাগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমেদ সেফুল, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসাইন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু প্রমুখ।

শেয়ার করুন: