প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুককে সম্মাননা প্রদান

বাংলাদেশ গ্রীণ ক্রিসেণ্ট সোসাইটির পক্ষ থেকে সোসাইটির সৌদি আরব শাখার সভাপতি, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় সিলেটের জেলরোডস্থ একটি অভিজাত রেষ্টুরেণ্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রীণ ক্রিসেণ্ট সোসাইটির সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সমাজকর্মী আব্দুল আজিজ মাসুককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ গ্রীণ ক্রিসেণ্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক এবিএম বুলবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রীণ ক্রিসেণ্ট সোসাইটির সহ-সভাপতি কয়েস আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. কানিজ রাহিমা রব্বানী কথা, বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সভাপতি আবদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম লস্কর, সোসাইটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, তজম্মুল ইসলাম চৌধুরী, মাওলানা আবদুল গাফফার, সাইয়েদ আনসার আলী, রাজা চৌধুরী, বাংলাদেশ বিমান সিলেটের এডমিন হাবিব আহমেদ, দৈনিক সিলেটের ডাক-এর চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট উইমেন্স জানালিস্ট ক্লাবের সভাপতি সুর্বণা হামিদ, প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বিথি, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া তালুকদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ, কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ

শেয়ার করুন: