আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকদের সাথে এসব কর্মসূচির অংশ হিসেবে বুধবার (০৪ অক্টোবর) দিনব্যাপী বালাগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক করেন।
বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন কার্যক্রম তৃণমূল নাগরিকদের কাছে তুলে ধরতে সন্ধ্যায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারে উঠান বৈঠক করেন। এরপর রাত সাড়ে ৮টায় তিনি নিজ গ্রাম সুলতানপুরে উঠান বৈঠক করেন। এসব উঠান বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে বক্তৃতাকালে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। গ্রাম হবে শহর এ শ্লোগানকে সামনে রেখে সরকার আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন পেলে আপনাদের দোয়া এবং ভোটে নির্বাচিত হয়ে সেবা এবং উন্নয়ন উপহার দিতে চাই। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
স্থানীয় জনকল্যাণ বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ। সুলতানপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ মনা মহাজন। এসব গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ আলী খান, সাংস্কৃতিক সম্পাদক এম.এ মালেক, দেওয়ান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ আবরু মিয়া, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, আব্দুল কালাম, আবরু মিয়া, সানুর আহমদ, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, রাসেল আহমদ চৌধুরী প্রমুখ।