আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি বালাগঞ্জ উপজেলার সুলতানপুরস্থ তার নিজের গ্রামেরবাড়িতে এলাকাবাসীর সাথে উঠান বৈঠক করেছেন। বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন কার্যক্রম তৃণমূল নাগরিকদের কাছে তুলে ধরতে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ মনা মহাজন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে একটি স্মার্ট দেশে উন্নীত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলের দোয়া নিয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের নির্বাচনী এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হতে চাই।
অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মাওলানা নোমানুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ আলী খান, ইউপি সদস্য শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা আত্তর আলী গেদা, মো. হারুনুর রশীদ, শানুর মিয়া, ইলাল আহমদ, রমজান আলী, যুবলীগ নেতা সুহেল আহমদ প্রমুখ। বৈঠক পরিচালনা করেন ফারহানুল হক চৌধুরী।