রোটারী ক্লাব অব সিলেট সানশাইনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সিলেটের উপশহর এ-ব্লকের উমরশাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির অংশ হিসেবে ৪টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এসব প্রকল্পের আওতায় নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে ২টি পানির ফিল্ডার, ২টি সিলিং ফ্যান বিতরণ, বিদ্যালয় প্রাঙ্গণে বাহারি ফুলের বাগান ও ফলজ গাছ রোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা এবং লিফলেট বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান ফারুক আহমদ। সাবেক ডেপুটি গভর্ণর পাষ্ট প্রেসিডেণ্ট রোটরিয়ান আসাদুজ্জামান সায়েমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যশনাল ডিষ্ট্রিক-৩২৮২’র ডেপুটি গভর্ণর পিপি রোটারিয়ান ফাহিম আহমদ চৌধুরী, ডিষ্ট্রিক জোনাল সেক্রেটারি পিপি রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সোহেল, এবি ব্যাংক উপশহর শাখার ম্যানেজার পিপি রোটারিয়ান গউস মইন উদ্দিন হায়দার, প্রেসিডেণ্ট ইলেক্ট রোটারিয়ান আকরামুল হক, পাষ্ট জোনাল সেক্রেটারি প্রাইম ব্যাংকের সিলেট শাখার ম্যানেজার রোটারিয়ান মোহাম্মদ হানিফ, রিপাবলিকান ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেণ্ট আইপিপি মাহবুবুর রহমান চৌধুরী, প্রাইম ব্যাংকের তাজপুর শাখার ম্যানেজার পিপি রোটারিয়ান ওয়াসিম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, পিপি রোটারিয়ান আরআই চৌধুরী রিয়াদ, পিপি রোটারিয়ান হেলাল আহমদ, পিপি রোটারিয়ান আকমামুল হক, রোটারিয়ান আনোয়ার হক, রোটারিয়ান আব্দুল হাসিব এবং তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অলি আহমদ প্রমুখ।