সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এর বরাদ্দকৃত অর্থে বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের স্থানীয় গহরপুর ‘বড়জমাত শাহী ঈদগাহ’র উন্নয়ন কাজের প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বালাগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী প্রদীপ দেবনাথ সরেজমিনে-পরিদর্শন করে বড়জমাত শাহী ঈদগাহের অসমাপ্ত ঢালাই কাজের জন্য জায়গা পরিমাপ করেন এবং দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়নে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন- দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব ময়নুল ইসলাম সালেহ, সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা নেছাওর আলী, শাহ আব্দুস ছত্তার, গিয়াস উদ্দিন, প্রবীণ মুরব্বী ফরমান আলী, আত্তর আলী, মো. আনা মিয়া, বাবলু মিয়া এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক শাহ মোঃ হেলাল।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রকিবের বাড়ীতে আয়োজিত একটি উঠান বৈঠকে এলাকাবাসীর পক্ষ থেকে- সাবেক মেম্বার নেছাওর আলী বড়জমাত শাহী ঈদগাহ মাঠের অসমাপ্ত ঢালাই কাজের প্রস্তাব করেন। তাৎক্ষণিকভাবে এমপি হাবিবুর রহমান হাবিব বড়জমাত শাহী ঈদগাহ উন্নয়ন কাজের জন্য ৩লাখ টাকার অনুদান বরাদ্দের ঘোষণা প্রদান করেন। এবং সভাস্থল থেকেই মোবাইল ফোনে বালাগঞ্জ উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহনের আহবান জানান।