এএফসি বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের ম্যাচে মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে লেবাননের পক্ষে গোলটি করেন মাজেদ ওসমান। এর কিছুক্ষণ পরই বাংলাদেশকে ম্যাচে ফেরান মোরসালিন। তবে এদিন ম্যাচের সেরা সুযোগগুলোতে গোল আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। গোলরক্ষককে একা পেয়েও হয়নি। ফিনিশিং আরেকটু ভালো হলে জয়টা পেতেই পারতো তারা। অথচ শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে লেবানন। র্যাঙ্কিংয়েও অনেকে গিয়ে। বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং ১৮৩ এবং লেবাননের র্যাঙ্কিং ১০৪।
কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু ম্যাচে বাংলাদেশ দল খেলতে নেমেছে চারটি পরিবর্তন নিয়ে। মেলবোর্নে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে একাদশ নামিয়েছিলেন হ্যাভিয়ের কাবরেরা, তার চারজন ছিলেন না আজকের একাদশে। রক্ষণে হাসান মুরাদের জায়গায় নামানো হয়েছে শাকিল হোসেনকে। দুই হলুদ কার্ডের কারণে এই ম্যাচে মাঠের বাইরে থাকা আরেক ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন ইসা ফয়সাল।
এছাড়া একই কারণে আগের ম্যাচে মাঠের বাইরে থাকা উইঙ্গার রাকিব হোসেনের জায়গায় এসেছেন শেখ মোরসালিন। এছাড়া লাল কার্ডের কারণে অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে না পারা মিডফিল্ডার মজিবর রহমান জনির পরিবর্তে একাদশে ফিরেছেন সোহেল রানা জুনিয়র।
কিংস অ্যারেনায় খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে আক্রমণের ধার লেবাননেরই ছিল বেশি। দ্বিতীয়ার্ধের শুরুতেও তা অব্যাহত থাকে। আর এর পুরো কৃতিত্ব বাংলাদেশি ডিফেন্ডারদের। ম্যাচের ৬৭ মিনিটে গোলকিপার শ্রাবনের ভুল লেবাননকে ম্যাচে এগিয়ে দেয়। বক্সের মধ্যে বল লুফে নিতে ব্যর্থ হন গোলকিপার শ্রাবন। আর সেই সুযোগটিই কাজে লাগান লেবানিজ মাজেদ ওসমান। তার ৫ মিনিট পরই পুরো স্টেডিয়ামকে আনন্দের সাগরে ভাসান সদ্য নিষেধাজ্ঞা থেকে ফেরা শেখ মোরসালিন। গোল করে গ্যালারিতে দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। যার জন্য হলুদ কার্ডও দেখতে হয় তাকে।
বাংলাদেশের একাদশ: মিতুল মারমা, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, জামাল ভূঁইয়া, শেখ মোরছালিন, ফয়সাল আহমেদ ফাহিম।





