বালাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং বেগম রোকেয়া দিবস উদযাপিত: ৫জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মান প্রদান

বালাগঞ্জে পৃথক অনুষ্ঠানের মধ্যদিয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, শিক্ষক নেতা মো. রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকির আল সাদীর, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমএ মতিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রুমানা আক্তার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন প্রমূখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল এবং গীতা পাঠ করেন শিউলী দাস।

পরে একই স্থানে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলার ৫জন মহিলাকে শ্রেষ্ঠ জয়িতা-২০২৩ সম্মান প্রদান করা হয়।বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নারী ৫জন হলেন, সফল জননী হিসেবে – রহিমা খাতুন বালাগঞ্জ, সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী রোকেয়া খাতুন ইউপি সদস্য ১,২ ও ৩ নং ওয়ার্ড দেওয়ানবাজার, বালাগঞ্জ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জাহানারা বেগম বালাগঞ্জ, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হাজেরা বেগম বালাগঞ্জ এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সালমা আক্তার লাভলী আওরঙ্গপুর, বালাগঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।

শেয়ার করুন: