বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মো. আনহার মিয়া। তিনি শনিবার (১৫ জুন) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেন। পরে বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর ও মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনিও শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ফুল দিয়ে বরণ করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।