বালাগঞ্জে ৭শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বালাগঞ্জে হাজী নছির আহমদ এন্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে ৭শ রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসব রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ঔষধ এবং চশমা প্রদান করা হয়। পাশাপাশি ৬১জন জটিল রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। অপারেশনের জন্য বাছাইকৃত চক্ষুরোগীদের ট্রাস্টের অর্থায়নে সিলেট জালালাবাদ চক্ষু হাসপাতালে অপারেশন, যাতায়াত, ঔষধসহ যাবতীয় চিকিৎসা প্রদান করা হবে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের তালতলাস্থ মরহুম হাজী নছির আহমদ খলকু মিয়ার বাড়িতে দিনব্যাপী এ চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। ক্যাম্প চলাকালে চিকিৎসা প্রদান করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. এম.এ মতিন, ডা. সজল দেব। সকালে চক্ষুশিবির উদ্বোধন করেন হাজী নছির আহমদ খলকু মিয়া এন্ড কমরুন্নাহার ট্রাস্টের সভাপতি অধ্যাপক এ.এস মহবুব আহমদ।

এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – ট্রাস্টের পৃষ্টপোষক ও হাজী নছির আহমদ খলকু মিয়ার দুই ছেলে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ফয়সল আহমদ, ডা. ফুয়াদ আহমদ, ট্রাস্টের সহ-সভাপতি এইচ.এম রেদওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া টিপু, কোষাধ্যক্ষ হাফিজ কুতুব উদ্দিন আহমদ, বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাবেক ইউপি সদস্য ফজির আহমদ, সমাজকর্মী হাবিবুর রহমান চুনু, মিজানুর রহমান, ফাহিম আহমদ, হাবিবুর রহমান, শাহান আহমদ মুক্তা, হামিদ আলী প্রমুখ।

শেয়ার করুন: