শিশুর চুল ঘন করতে মাথা ন্যাড়া করা কি সত্যিই কার্যকর?

ছবি: সংগৃহীত

অনেকের বিশ্বাস, শিশুর চুল ঘন করতে মাথা ন্যাড়া করা দরকার। পুরনো এই ধারণা অনুযায়ী, নবজাতকের নরম চুল ছেঁটে ফেললে নতুন চুল ঘন ও শক্তিশালী হয়ে গজায়। সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে অনেক অভিভাবক এ অভ্যাস অনুসরণ করেন। তবে, চিকিৎসা বিজ্ঞান এই দাবিকে সমর্থন করে না।

বিশেষজ্ঞদের মতে, চুলের ঘনত্ব ও গঠন নির্ভর করে জেনেটিক ও হরমোনের ওপর। মাথা ন্যাড়া করলে চুলের প্রকৃত টেক্সচার বা ঘনত্ব কোনোভাবেই পরিবর্তিত হয় না। শিশুর জন্মের সময় তার চুল সাধারণত নরম ও পাতলা (ভেলাস হেয়ার) থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই তা ঘন ও কালো হতে থাকে।

সাধারণত, শিশুর চুল ৬-১২ মাসের মধ্যেই ঘন হতে শুরু করে। অনেক বাবা-মা ১ থেকে দেড় বছর বয়সের মধ্যে শিশুর মাথা ন্যাড়া করান। তবে, ন্যাড়া করা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে চুল এমনিতেই ঘন হয়ে যায়।

অতএব, শিশুর চুল ঘন করতে ন্যাড়া করানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যকর যত্ন নেওয়া। ন্যাড়া করলে গরমে সাময়িক স্বস্তি মিলতে পারে, তবে এতে চুলের প্রকৃত গুণগত পরিবর্তন আসে

শেয়ার করুন: