ভারতে ওয়াক্‌ফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তি নিয়ে ড. আসিফ নজরুলের সমালোচনা

ভারতে মুসলমানদের ওয়াক্‌ফ সম্পত্তি পরিচালনায় অমুসলিমদের অন্তর্ভুক্ত করে নতুন আইন পাস করেছে মোদি সরকার। এ পদক্ষেপকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, এই আইনের মাধ্যমে পুরনো মসজিদসহ বহু ঐতিহাসিক মুসলিম সম্পত্তি বাজেয়াপ্ত করার শঙ্কা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যখন হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীদের রাখা হয় না, তখন ওয়াক্‌ফ বোর্ডে কেন অমুসলিমদের স্থান দেওয়া হচ্ছে?

ড. নজরুল আরও বলেন, এটি ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী গোষ্ঠীর বৈষম্য ও নিপীড়নের আরেকটি উদাহরণ। অথচ এরাই বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন: