গাজায় চলমান মানবিক সংকট ও যুদ্ধ পরিস্থিতি অবসানের লক্ষ্যে একযোগে শান্তির আহ্বান জানিয়েছে ফ্রান্স, মিশর এবং জর্ডান। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) মিশরের রাজধানী কায়রোতে আল-ইত্তেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ।
বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা, আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়। একই সঙ্গে বন্দি মুক্তির বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনায় উঠে আসে।
যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিরোধিতা করেন এবং জানান, সৌদি আরবের সঙ্গে মিলে ফ্রান্স একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যার লক্ষ্য হবে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন।
মিশরের প্রেসিডেন্ট সিসি জানান, গাজা ইস্যুতে কায়রো ও প্যারিসের অবস্থান অভিন্ন। এছাড়া বৈঠকে মিশর ও ফ্রান্সের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।