
বিশ্বের শক্তিশালী ৫০টি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ৪৭তম অবস্থানে রয়েছে। তালিকায় বাংলাদেশ পিছনে ফেলেছে ইউরোপের উন্নত দেশ আয়ারল্যান্ডকেও।
তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ১২তম অবস্থানে রয়েছে। তবে পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের মতো দেশগুলো এই তালিকায় স্থান পায়নি।
ফ্যাক্টচেক বিষয়ক প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’ জানিয়েছে, ইউএস নিউজের এই তালিকাটি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। তালিকার ভিত্তিতে জরিপ পরিচালিত হয়েছিল ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত।
ইউএস নিউজের তথ্য অনুযায়ী, একটি দেশের ‘ক্ষমতা’ বা ‘শক্তি’ নির্ধারণে ছয়টি বিষয় বিবেচনায় নেওয়া হয়: বৈশ্বিক নেতৃত্বে ভূমিকা, অর্থনৈতিক প্রভাব, রপ্তানি খাতের শক্তি, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক জোট ও মিত্রতা, সামরিক সক্ষমতা।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা নিয়মিত আন্তর্জাতিক শিরোনামে আসে, বৈশ্বিক নীতিনির্ধারকদের আলোচনায় জায়গা করে নেয় এবং আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব রাখে। এ ধরনের দেশের পররাষ্ট্রনীতি ও সামরিক বাজেট সবসময় নজর কাড়ে আন্তর্জাতিক মহলের।
বিশ্লেষকদের মতে, যদিও এটি ২০২৪ সালের তালিকা, তবুও বিশ্বের শক্তিশালী ৫০ দেশের মধ্যে বাংলাদেশের নাম উঠে আসা নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়।