বাংলাদেশে ২.২ বিলিয়ন ডলারের হাসপাতাল নির্মাণ করবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান

বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিপুল অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বাংলা ইউএস এলএলসি। রাজধানী ঢাকায় চলমান চার দিনের বিনিয়োগ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ এ ঘোষণা দেন।

তিনি জানান, প্রায় ২.২ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার কোটি টাকা) ব্যয়ে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের মধ্যে হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ড. দাউদ বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবায় নতুন যুগের সূচনা হবে। বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিদের যাত্রা কমে আসবে, রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে।”

শুধু হাসপাতাল নয়, একই প্রকল্পের আওতায় বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয় ও শিল্প-কারখানা স্থাপন করা হবে বলেও জানান তিনি। স্বাস্থ্য খাতেই ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। রাজধানীর যানজট এড়াতে হেলিকপ্টার সেবায় রোগী পরিবহনের পরিকল্পনাও রয়েছে বলে জানান ড. দাউদ।

এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্য ও শিল্প খাতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন: