রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ঢাকায় ‘মার্চ ফর গাজা’: লাখো মানুষের বিক্ষোভ, ইসরায়েলি মিডিয়ায় প্রতিবেদন



রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। শনিবার (১২ এপ্রিল) আয়োজিত এই কর্মসূচির খবর প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এপি-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় প্রায় এক লাখ মানুষ জড়ো হয়। তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেয় এবং নেতানিয়াহু, ট্রাম্পসহ মিত্রদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।

বিক্ষোভে কফিন ও কুশপুতুল প্রদর্শনের পাশাপাশি বিএনপি ও বিভিন্ন ইসলামি সংগঠনও অংশ নেয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটি দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!