রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে হযরত শাহজালাল (রহ.) ইসলামিক একাডেমির বই বিতরণ ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত



সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রিফাতপুর-চরহাড়িয়া এলাকায় সদ্য প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (রহ.) ইসলামিক একাডেমির উদ্যোগে আলোচনা সভা, বই বিতরণ অনুষ্ঠান, বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল)অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বই বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং একাডেমি পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবক্তৃতা করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, একাডেমির পরিচালক হাফিজ মনছুর আহমদ, ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলাম, উপদেষ্টা সদস্য মোতাহীর আলী, দক্ষিণ রিফাতপুর জামে মসজিদের মোয়াজ্জিন ছালিক মিয়া ও পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ।
এছাড়া একাডেমির শিক্ষক সিরাজুম মনির, ফাতেমা বেগম, কলছুমা বেগম-সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) ইসলামিক একাডেমি একটি স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকায় শিক্ষার আলো ছড়াবে। এই প্রতিষ্ঠান যাতে সুদূরপ্রসারী সেবা দিতে পারে, সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব।
বক্তব্য শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন এবং পড়ালেখায় মনোযোগী হতে উৎসাহ প্রদান করেন।

দিনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ রিফাতপুর জামে মসজিদ কমিটির সভাপতি শফিক মিয়া এবং চরহাড়িয়া জামে মসজিদ কমিটির সভাপতি ফিরোজ মিয়া।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন—মাওলানা রুহুল আমীন ওসমানী (নবীগঞ্জ), বিশেষ অতিথি মাওলানা তাজ উদ্দিন আহমদ সিরাজী (সুনামগঞ্জ),
চরহাড়িয়া জামে মসজিদের ইমাম হাফিজ সাইদুল ইসলাম ও একাডেমির পরিচালক হাফিজ মনছুর আহমদ।

বক্তারা ইসলামি শিক্ষার গুরুত্ব ও সমাজে এর প্রয়োগ নিয়ে হৃদয়স্পর্শী আলোচনা করেন।

উল্লেখ্য, প্রবাসীদের অর্থায়ন এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পরিচালিত এ একাডেমিতে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে-নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!