বালাগঞ্জে সড়কে দুর্ঘটনায় আহত হাবিবুর রহমান আর নেই

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হাবিবুর রহমান (৪৮) আজ সোমবার (০৫ মে) রাত ৮টায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (০৩ মে) বিকালে সড়কের স্থানীয় নশিওরপুর বাজারে প্রাইভেট কার ও অটোরিকশা (সিএনজি)’র সংঘর্ষে অন্তত ৫জন আহত হন। এর মধ্যে হাবিবুর রহমান গুরুতর আহত হন। তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিলেট ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ সোমবার (০৫ মে) রাত ৮টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে হাবিবুর রহমানের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন: