
সীমান্তে পাল্টাপাল্টি হামলার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জরুরি বৈঠকে আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)’কে—যেটি দেশটির পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত সামরিক সম্পদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাবে পাকিস্তান চালাচ্ছে ‘অপারেশন বুনিয়ান-উল-মারসুস’। পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের উধমপুর, পাঠানকোট, আদমপুর ও বিয়াসে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া জি-টপ, উরি ও নাগ্রোটাতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে।
এমন প্রেক্ষাপটে এনসিএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে ‘আল ফাতাহ’ ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উত্তেজনা কমাতে আমেরিকা ভারত-পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে চীনও দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।