
সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর ডাইক ও একটি সেতুর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। শনিবার ( ১০ মে) দুপুরে তিনি এসিল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, বিগত ৭ মে থেকে উক্ত ভাঙন শুরু হয়ে দ্রুত বিস্তার লাভ করে।
আজ পরিদর্শন শেষে ইউএনও সুজিত কুমার চন্দ বলেন—
ভাঙন এলাকা পরিদর্শন করে মানুষের দুর্ভোগ খুব কাছ থেকে দেখেছি। ঘটনার পরপরই আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি, আগামী ১৪ মে’র মধ্যেই উন্নয়ন কাজের টেন্ডার সম্পন্ন হবে। আমি মনে করি, শুধু ভাঙা অংশ মেরামত নয়—আশপাশ এলাকাসমূহকেও অন্তর্ভুক্ত করে একটি সুপরিকল্পিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন প্রয়োজন।
এ বিষয়ে আলাপকালে ছাত্র মজলিস বালাগঞ্জ শাখার সভাপতি ও স্থানীয় জালালপুর গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া বলেন, পূর্ব পৈলনপুরবাসী দায়সারা কাজ নয়, টেকসই উন্নয়ন চায়।
বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল বলেন, এই ভাঙন শুধু অবকাঠামোর ক্ষতি নয়, এটি মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্ন।
অন্যদিকে বিকেলে এলাকা পরিদর্শনে আসেন সিলেট জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী, তাঁর সঙ্গেও ছিলেন দলীয় নেতাকর্মীরা। তিনি বলেন, বর্ষা আসছে, তাই দ্রুত ও স্থায়ী ডাইক নির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এলাকাবাসীর দাবি—এবার যেন সত্যিকারের টেকসই সমাধান বাস্তবে রূপ নেয়।
উল্লেখ্য, বিগত ৭ মে থেকে উক্ত ভাঙন শুরু হয়ে দ্রুত বিস্তার লাভ করে।



