গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ক্ষমতা হারানো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ পড়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে শাসনক্ষমতায় থাকা দলটির অনুপস্থিতি রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন ডেকে আনছে।
আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণাকে ঘিরে লাভ-লোকসানের হিসাবও শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক মাঠে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতসহ কয়েকটি ইসলামপন্থী দল সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করছেন অনেকে।
আন্দোলনের সামনের সারিতে এনসিপি ও ইসলামপন্থী দলগুলোর সক্রিয় উপস্থিতি থাকলেও বিএনপি বরাবরই একটি নিরপেক্ষ কৌশল অনুসরণ করে চলেছে। এই কৌশল তাদের জন্য রাজনৈতিকভাবে লাভজনক হয়েছে কি না—তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
বর্তমানে রাজনৈতিক মেরুকরণের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট যে আগামী দিনগুলোতে দলগুলোর অবস্থান ও কৌশলে বড় পরিবর্তন আসতে পারে। নিষিদ্ধ একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন ও রাজনীতির গতিপথ কিভাবে পরিচালিত হবে, তা এখন সময়ই বলে দেবে।




