ইরানের সামরিক স্থাপনা ও সংশ্লিষ্ট কারখানাগুলোর আশপাশে অবস্থান না করতে সাধারণ নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
আইডিএফ বলেছে, “যেসব ব্যক্তি সামরিক অস্ত্র উৎপাদনকারী কারখানা, সহযোগী প্রতিষ্ঠান কিংবা তাদের আশপাশে অবস্থান করছেন, তারা যেন অবিলম্বে সেসব এলাকা ত্যাগ করেন।”
এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় না ফেরার অনুরোধ জানানো হয়।
ইসরায়েলি বাহিনীর মতে, এই ধরনের স্থাপনার নিকটবর্তী অবস্থান সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।