যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলবাহী জাহাজ ঘুরে গেল পথে

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই প্রভাবে তেলবাহী জাহাজ চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ–এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ‘কোসউইজডম লেক’ ও ‘সাউথ লয়্যালটি’ নামের দুটি খালি সুপারট্যাংকার হরমুজ প্রণালিতে প্রবেশ করলেও হঠাৎ গন্তব্য পরিবর্তন করে ফিরে যায়। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনের সক্ষমতা ছিল।

প্রতিবেদনে আরও জানানো হয়, এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে বিকল্প রুটে জাহাজ চলাচলের সূচনা হিসেবে দেখা হচ্ছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জাহাজ মালিক ও তেল ব্যবসায়ীরা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন, কারণ এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রভাবিত হতে পারে।

উল্লেখ্য, পারস্য উপসাগরের সঙ্গে ভারত মহাসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও ইরান একাধিকবার এ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের জ্বালানিবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে চিহ্নিত করেছে।

শেয়ার করুন: