
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের ঘোষণা অনুযায়ী ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো সিলেটের বালাগঞ্জ উপজেলাতেও স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এই কর্মসূচিতে মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচিতে (EPI) নিয়োজিত স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের ১১তম গ্রেডে উন্নীতকরণ, পর্যায়ক্রমে পদোন্নতির সুযোগ এবং পূর্বে প্রাপ্ত টাইম স্কেল নতুন স্কেলের সঙ্গে সমন্বয়।
উপজেলা শাখার সভাপতি ফজলুল হক কাশেম, সাধারণ সম্পাদক সুহেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক মুন্নি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের ন্যায্য দাবিসমূহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।